কোম্পানির নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে করণীয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

কোম্পানি আইন নিয়ে আমাদের রয়েছে নানা জিজ্ঞাসা। একটি কোম্পানি গঠন করতে অবশ্যই অনুসরণ করতে হয় দেশের প্রচলিত আইন। কী সেসব আইন? এমন সব আইনি বিষয়ে সমাধান দেবেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান। আজ থাকছে কোম্পানির নাম পরিবর্তন ও পরবর্তীসময়ে করণীয় প্রসঙ্গ।

>>যে কোনো কোম্পানি সদস্যদের সভায় বিশেষ সিদ্ধান্তের (Special Resolution) মাধ্যমে এবং রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-এর অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে স্বীয় নাম পরিবর্তন করতে পারে।

>>সভা আয়োজনের কমপক্ষে ২১ দিন আগে সদস্যদের নোটিশ দিতে হবে এবং উপস্থিত সদস্যদের তিন-চতুর্থাংশ ভোটে সিদ্ধান্ত (Resolution) গৃহীত হতে হবে।

সিদ্ধান্ত গ্রহণের ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-এর কাছে ফরম-৮ এর মাধ্যমে জমা দিতে হবে।

রেজিস্ট্রার নাম পরিবর্তন অনুমোদন করে নিবন্ধন বহিতে নতুন নাম লিপিবদ্ধ করেন। একই সঙ্গে নাম পরিবর্তনের প্রত্যয়নপত্র দেন। প্রত্যয়নপত্র প্রাপ্তিতে নাম পরিবর্তনের কাজ সমাপ্ত হয়।

>>নাম পরিবর্তনজনিত কারণে কোম্পানির কোনো অধিকার (Right) বা দায় (Liability) পরিবর্তিত হয় না। কোম্পানি বা বিপক্ষে দায়ের করা আইনানুগ কার্যধারা (অর্থাৎ মামলা-মোকদ্দমা) প্রভাবিত হবে না। বরং কোম্পানির নতুন নামে আইনগত কার্যধারা অব্যাহত থাকবে।

কোম্পানির পূর্ববর্তী নামে কেনা ও নিবন্ধিত জমির মালিকানা নাম পরিবর্তনের কারণে প্রভাবিত বা ত্রুটিপূর্ণ হয় না।

কোম্পানির পরিবর্তিত (নতুন) নামে খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধের উদ্দেশ্য সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নাম পরিবর্তনের প্রত্যয়নপত্রসহ বিবিধ আবেদন (Miscellaneous Case) দায়ের করতে হবে। সহকারী কমিশনার (ভূমি) পূর্ববর্তী নামজারি খতিয়ান নম্বর অপরিবর্তিত রেখে কোম্পানির নতুন নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করেন।

jagonews24

মো. নজরুল ইসলাম খান
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ই-মেইল: [email protected]

এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।