করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে। চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা চালাচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সোমবার (১৭ জানুয়ারি) করোনা আক্রান্তের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন নিজেই।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আমিন উদ্দিন বলেন, গতকাল (রোববার ১৬ জানুয়ারি) পরীক্ষা করে করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ আসে। এখন বাসায়ই আছি। সবাই দোয়া করবেন।
করোনায় আক্রান্ত হয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ২০২০ সালের ৭ অক্টোবর অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
আমিন উদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হন। তিনি ২০১৯-২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার আগে তিনি সমিতির সাধারণ সম্পাদকও নির্বাচিত হন। সভাপতি পদে এবার পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন এএম আমিন উদ্দিন।
এফএইচ/এমআরএম/জিকেএস