খন্দকার মাহবুবের বিদায় আইন অঙ্গনে নক্ষত্রের পতন: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ছিলেন আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তার বিদায়ে নক্ষত্রের পতন হলো। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট চত্বরে খন্দকার মাহবুব হোসেনের জানাজার সময় প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন।
এর আগে দুপুর সাড়ে ৩টায় সুপ্রিম কোর্ট আইনজীবী চত্বরে তার জানাজা হয়। জানাজায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি, হাজারো আইনজীবী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, খন্দকার মাহবুব হোসেন ছিলেন আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তার বিদায়ে নক্ষত্রের পতন হলো। তিনি কখনো বিচারকদের ওপর প্রেসার সৃষ্টি করেননি। আপিল ডিসমিস হলেও তিনি হাসতে হাসতে আদালত থেকে বের হতেন। যাবজ্জীবন সাজার মামলা নিয়ে তিনি অসাধারণ কাজ করেছেন। তিনি ১০০ ভাগ আমাদের সহায়তা করার কারণে আমরা এই জাজমেন্ট পেয়েছি।
জানাজা শেষে খন্দকার মাহবুব হোসেনের সম্মানে আগামীকাল (সোমবার) দুপুরের পর আদালতের কার্যক্রমে বিরতী ঘোষণা করেন প্রধান বিচারপতি।
এর আগে খন্দকার মাহবুব হোসেনের প্রথম জানাজা ভোর সাড়ে ৬টায় বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় দ্বিতীয় জানাজা খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল, মিরপুরে, বিএনপি অফিসের সামনে ১১টায় তৃতীয় জানাজা এবং চৌধুরী পাড়া মাটির মসজিদে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় চতুর্থ জানাজা।
এফএইচ/এমএইচআর/জিকেএস