হাইকোর্ট পারমিশন সনদের লিখিত পরীক্ষা ৪ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদাররের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। পরীক্ষার বিষয়টি বার কাউন্সিলের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এবারের পরীক্ষায় অংশ নিতে গত বছরের বিগত ডিসেম্বরে যে সব প্রার্থী যথাযথভাবে অনলাইনে ফরম পুরণ প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত ফি দিয়েছে তাদের অনুকূলে উক্ত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে। যা অনলাইনে নির্দিষ্ট লিংক থেকে ডাউনলোড ও কালার প্রিন্ট করে নিতে হবে।

এ ব্যাপারে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে যথা সময়ে অবগত করা হবে। পরীক্ষা সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে www.barcouncil.gov.bd প্রকাশ করা হবে।

এফএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।