বগুড়া-৬ উপ-নির্বাচন

সরকার বাদলের প্রার্থী হতে বাধা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে মো. সরকার বাদলের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে তার প্রার্থী হতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

একই সঙ্গে তার মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তার মনোনয়ন বাতিল ঘোষণা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বাদল সরকারের শুনানিতে ছিলেন আইনজীবী মো. শামসুর রহমান। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এ বিষয়ে আইনজীবীরা জানান, মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রিটার্নিং অফিসারকে বলেছেন তাকে প্রতীক বরাদ্দ দিতে যাতে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। এখন সরকার বাদলের বৈধ হিসেবে স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।

বগুড়া-৬ (সদর) আসনে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন হিরো আলম, ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল মান্নান আকন্দ, মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল, রাকিব হাসান ও বাংলাদেশ কংগ্রেসের মুনসুর রহমান। তবে প্রার্থিতা পিরে পেয়েছেন হিরো আলম।

১৮ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী শূন্য আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি। যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ছিল ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

এফএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।