বিচারপতি নাঈমা হায়দার
সংসার ভাঙার পর সন্তানরা হয়ে যায় ‘পিংপং’ বলের মতো

সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাঈমা হায়দার বলেন, বাবা-মা যখন সিদ্ধান্ত নেন সংসার করবেন না, তখন সন্তানরা ‘পিংপং’ বলের মতো এক কোর্ট থেকে আরেক কোর্টে ঘুরতে থাকেন। এতে ক্ষতি হয় সন্তানের।
আরও পড়ুন: পরকীয়ায় তছনছ প্রবাসীর ১০ বছরের সুখের সংসার
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আলোচনা অনুষ্ঠানে এসব বলেন তিনি। আলোচনায় নিম্ন আদালতের বিচারকরা পারিবারিক আদালতের প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানান।
আলোচনায় বক্তারা বলেন, উপমহাদেশের সংস্কৃতিতে বিয়ে একটি পবিত্র বন্ধন। কিন্তু সুখের সংসার মুহূর্তেই শত্রুতায় পরিণত হয় যখন দুপক্ষ আর সংসার করতে চান না। শত্রুতা শেষ পর্যন্ত এমন পর্যায়ে দাঁড়ায়, কেউ কারও ছায়াও মারাতে চান না। একপর্যায়ে ঠুকে দেওয়া হয় মামলা।
আরও পড়ুন: সংসার করবেন না স্ত্রী, হতাশায় ঘরে কবর খুঁড়লেন স্বামী
পারিবারিক আদালতের বিচারকরা বলেন, স্বামী-স্ত্রীর মাঝে মামলা যেটাই হোক দেনমোহর দিতেই হবে। এছাড়া শিশুদের বক্তব্য লিখিতভাবে নেওয়ার সময় এসেছে। কারণ দুপক্ষই সন্তানদের ভুল বুঝিয়ে থাকেন।
আরও পড়ুন: স্ত্রীকে খুশি রাখলেই সংসার হবে সুখের, বলছে গবেষণা
এক বিচারক বলেন, সিআরসি মোতাবেক আমরা সন্তানদের মতামত খাস কামরায় শুনি। এই মতামত যদি লিখিত আকারে আসে, তাহলে সেটা আপিল কোর্টে গিয়ে আর পাল্টে যাবে না।
এফএইচ/জেডএইচ/জেআইএম