তিন দালালকে কারাদণ্ড দিলো ঢাকার জেলা প্রশাসন

রাজধানীর গুলশানে রাজস্ব সার্কেলের অন্তর্গত ভূমি অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটকের পর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার জেলা প্রশাসকের ভবন থেকে তাদের আটক করা হয়। এর আগে বুধবার ভূমি অধীকরণের চেক বিতরণের এক সংবাদ সম্মেলনে দালাল ধরতে ঘোষণা দেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
ঘোষণা অনুযায়ী ঢাকা জেলায় ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য গুলশান রাজস্ব সার্কেলের অন্তর্গত ভূমি অফিস পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক। এসময় তিন দালালকে হাতেনাতে আটক করেন তিনি। পরে দালাল তাইয়েপ, মাসুদ ও রফিককে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘এসব দালালের কারণে একদিকে যেমন সেবাগ্রহীতা হয়রানির শিকার হচ্ছেন, একই সঙ্গে সরকারি সেবায় বাধা সৃষ্টি হচ্ছে। ভূমি অফিসে নাগরিক সেবা দ্রুততম সময়ে দিতে এ রকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। সব অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। ভূমি অফিসে কোনো অনিয়ম হলে সেবাপ্রত্যাশীদের জানাতে অনুরোধ করছি।’
জেএ/এমএএইচ/জিকেএস