ধর্মানুভূতিতে আঘাত

সাবেক মেয়র মাহমুদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ মার্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রথম মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাতের মামলায় ১৬ মার্চ অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফরিদা ইয়াসমিনের আদালত এই দিন নির্ধারণ করেন।

চট্টগ্রাম জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ অক্টোবর বাঁশখালীতে নিজ এলাকায় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে মাহমুদুল ইসলাম চৌধুরী ‘দুর্গাদেবীর যেমন ১০ হাত আছে, তেমনি আমারও ১০ হাত আছে’ উল্লেখ করে বক্তব্য দেন। এতে সংক্ষুব্ধ হয়ে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলা করেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক স্বপন দাশ।

আরও পড়ুন: ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে মামলা

পরবর্তী সময়ে ওই মামলায় ২০১৭ সালের ১৭ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ গঠন হয়। এরপর মাহমুদুল ইসলাম চৌধুরী অভিযোগ গঠনের ওই আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন দায়ের করে।

পরবর্তী সময়ে রিভিশন বিচারিক আদালত অভিযোগ গঠন ও ডিসচার্জ শুনানীর নির্দেশনা দিয়ে মামলার নথি নিম্ন আদালতে পাঠিয়ে দেন। মামলার পরবর্তী প্রক্রিয়ায় রোববার আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও তারিখ পিছিয়ে আগামী ১৬ মার্চ নির্ধারণ করেন আদালত।

ইকবাল হোসেন/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।