আইনজীবী সমিতির নির্বাচন

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২০ মার্চ ২০২৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং পুনরায় ভোটের জন্য নতুন কমিশন গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার (২০ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভ সমাবেশে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা।

কালো পতাকা মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ জে মোহাম্মদ আলী, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি মনোনীত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল জাব্বার ভুঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল, ঢাকা আইনজীবী সমিতি সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, বর্তমান সভাপতি প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া প্রমুখ।

আরও পড়ুন>> সব পদে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

বিক্ষোভ সমাবেশ থেকে আইনজীবী এবং সাংবাদিকদের ওপর পুলিশের হামলার নির্দেশদাতা উল্লেখ আইনমন্ত্রী ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করেন আইনজীবী নেতারা।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) আইনজীবী সমিতির ফলাফল প্রত্যাখ্যান করে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

নির্বাচনে কেন্দ্র দখল, আইনজীবীদের মারধর, মিথ্যা মামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দেশের প্রত্যেক (৬৪টি) জেলা বারে প্রতিবাদ সমাবেশ ও সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন>> আইনজীবী সমিতির নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অন্যদিকে, ভোটের শুরু থেকেই নির্বাচনে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন বিএনপিপন্থি আইনজীবীরা। সংকট সমাধানে দায়িত্বশীলদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান মেলেনি। এর মধ্যেই দুদিনের ভোট শেষ করেন আওয়ামীপন্থি আইনজীবীরা এবং তারা আওয়ামী লীগের ১৪ জন প্রার্থী নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বলেও ফলাফল ঘোষণা করেন। তবে ফলাফল ঘোষণার পরেই সাধারণ আইনজীবীদের নানা প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

কেউ কেউ নিন্দা জানান। অনেকে আবার এ নির্বাচিতদের অভিনন্দন জানান। এদিকে নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারেননি অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ। তাই নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এ আইনজীবী। রিটে ফলাফল স্থগিতের পাশাপাশি তাকে বারের সভাপতি ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির বিএনপির সভাপতি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আরও একটি রিট আবেদন করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের সবগুলোতে সরকার-সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চূড়ান্ত ফলে সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ৩ হাজার ৭২৫ ভোট ও সম্পাদক পদে আব্দুন নুর দুলাল ৩ হাজার ৭৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

আরও পড়ুন>> সুপ্রিম কোর্টে পুলিশের বেপরোয়া হামলার শিকার সাংবাদিকরা

অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ২৯৩ ভোট ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৩০৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, হারুনুর রশিদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য পদে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্র, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল ও হট্টগোলের জেরে উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

আরও পড়ুন>> ফল প্রত্যাখ্যান, ৬৪ জেলায় বিক্ষোভ করবে বিএনপিপন্থিরা

নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করলেও বিএনপি সমর্থক আইনজীবীরা ভোট দান থেকে বিরত থাকেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তাদের মাধ্যমে ভোটগ্রহণের দাবি জানান।

নির্বাচন উপ-কমিটির অন্যতম সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির বলেন, ২ দিনব্যাপী নির্বাচনে ৮ হাজার ৬২০ ভোটারের মধ্যে ৪ হাজার ১৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের প্রথম দিন ২ হাজার ২১৭ জন আইনজীবী শেষ দিন ১ হাজার ৯২০ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এফএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।