চট্টগ্রামে মাদক কারবারির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২০ মার্চ ২০২৩
ফাইল ছবি

প্রায় সাত বছর আগে চট্টগ্রাম মহানগরীতে আটশো বোতল ফেনসিডিল জব্দের ঘটনায় করা মামলায় রুহুল আমিন (৪২) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ মার্চ) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল ইসলাম ভূঁঞা এ রায় দেন। রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন নোয়াখালীর বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর বাস্তুহারা কলোনির ভাড়া বাসায় থাকতেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বিচারকাজ চলাকালে আসামি জামিনে গিয়ে পলাতক হন। তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি নগরীর বাকলিয়ার বাস্তুহারা কলোনিতে রুহুল আমিনের বসতঘরে অভিযান চালিয়ে আটশো বোতল ফেনসিডিল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় রুহুল আমিন পালিয়ে যান।

এ ঘটনায় অধিদপ্তরের মেট্রো অঞ্চলের পরিদর্শক মো. আবুল কাশেম বাদী হয়ে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করেন। পরবর্তীকালে রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

মামলা তদন্ত শেষে ২০১৭ সালের ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মো. ইব্রাহিম খান। ২০২১ সালের ৭ জানুয়ারি রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেন আদালত।

ইকবাল হোসেন/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।