বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বার কাউন্সিলের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৬ মার্চ ২০২৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার (২৬ মার্চ) সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, লিগ্যাল এডুকেশনের চেয়ারম্যান আব্দুল বাতেন, উপসচিব মো. আফজাল উর রহমান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতাসহ বার কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীরা।

বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদারের সই করা ও বার কাউন্সিলের সহকারী পরিচালক (তথ্য) একরামুল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এফএইচ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।