চকবাজারে ইয়াবাসহ গ্রেফতার দুই কারবারি কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৬ মার্চ ২০২৩
ফাইল ছবি

রাজধানীর চকবাজার এলাকা থেকে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি জাহাঙ্গীর আলম ও মো. রায়হানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ মার্চ) তাদের আদালতে হাজির করে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার রাজধানীর চকবাজারের বকশিবাজার মোড় হতে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

জেএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।