ঢাবি শিক্ষার্থীকে মারধর: প্রলয় গ্যাংয়ের দুর্জয়ের জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় করা মামলায় প্রলয় গ্যাংয়ের সদস্য নাইমুর রহমান দুর্জয়ের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ মার্চ) আসামি দুর্জয়ের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করেন।
গত ২৭ মার্চ নাইমুর রহমান দুর্জয় ও সাকিব ফেরদৌসকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
আরও পড়ুন: ঢাবি ছাত্রকে মারধর: ‘প্রলয় গ্যাংয়ের’ দুই সদস্য কারাগারে
মামলার অভিযোগে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে স্টাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে আসামিরা। এতে মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। মারধরের সময় জোবায়েরের বন্ধুরা তাকে রক্ষা করতে গেলে তাদেরও এলোপাতাড়ি পেটায় তারা। প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানো হয়। মারধরে জোবায়ের চেতনা হারিয়ে ফেললে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে জোবায়েরকে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় গত রোববার শাহবাগ থানায় ২০ ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্র জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান বাদী হয়ে মামলা করেন।
জেএ/বিএ/এএসএম