ভাড়াটিয়ার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

রাজধানীর উত্তর বাড্ডায় রেজাউল করিম নামের এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ উঠেছে ওই বাড়ির ভাড়াটিয়ার বিরুদ্ধে। ইন্টিগ্রা করপোরেশনের মালিক আব্দুল বাকি ভূঁইয়া ও তার ছেলে শামছুল হক তপুর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

রেজাউল করিম দাবি করেন, অভিযুক্তরা প্রথমে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। এখন ভাড়া না দিয়ে বাড়ির মালিকানা দাবি করছেন।

রোববার (৯ এপ্রিল) কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাড়ি দখলের অভিযোগের বিষয় তুলে ধরেন রেজাউল করিম।

তিনি বলেন, আব্দুল বাকি ভূঁইয়া ও তার ছেলে শামছুল হক তপু ২০১৩ সালের ১ মার্চ চ ৬৬/১/এ, উত্তর বাড্ডা, গুলশান, ঢাকা-১২১২ এর বাড়ির তিনটি ফ্লোর ভাড়া নেন। এভাবে চলতে থাকা অবস্থায় সর্বশেষ ২০১৯ সালের ৪ এপ্রিল ভাড়া চুক্তিমূলে পুনরায় ৩ বছরের বাড়ি ভাড়া নেন তারা। মাসিক ভাড়া নির্ধারণ করা হয় এক লাখ ১৫ হাজার টাকা। চুক্তি পরবর্তীতে নিয়মিত ভাড়া প্রদান করতে থাকা অবস্থায় ২০২১ সালের মে মাসের পর থেকে তারা আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর তারা কোনো প্রকার ভাড়া না দিয়ে এখনো আমার বাড়িতে অবস্থান করছেন। ২০২১ সাল থেকে আজ পর্যন্ত ২৪ মাসের ভাড়া বাবদ ৩০ লাখ টাকা বকেয়া রয়েছে।

রেজাউল করিম বলেন, গত বছরের ৩ এপ্রিল চুক্তি মোতাবেক ভাড়ার মেয়াদ শেষ হয়। কিন্তু অভিযুক্ত ভাড়াটিয়া এখনো বাসা ছাড়েননি। এমনকি ২০২১ সালের মে মাস থেকে ২০২৩ সালের এপ্রিল মাসসহ মোট ২৪ মাসের ভাড়া ৩০ লাখ টাকা প্রদান করেননি। ভাড়াটিয়া ইন্টিগ্রা করপোরেশন ওই বাড়ি দখলের পাঁয়তারা করছে বলেও দাবি করেন তিনি।

রেজাউল করিম আরও বলেন, আমি গত ৭ এপ্রিল সিঙ্গাপুর থেকে ঢাকায় আসি এবং আমার বাড়িতে ঢুকতে চাইলে ভাড়াটিয়া আমাকে আমার বাড়িতে প্রবেশ করতে দেননি। তারা দাবি করেছেন, বাড়িটি নাকি তাদের এবং তারা নাকি বাড়িটি কিনে নিয়েছেন।

এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি ইন্টিগ্রা করপোরেশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলে জানান রেজাউল করিমের আইনজীবী আল-মামুন রাসেল। আজ এ বিষয়ে জবাব দাখিলের জন্য ধার্য ছিল। এদিন আসামিপক্ষ না আসায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আইনজীবী আল-মামুন রাসেল বলেন, এর আগে বিভিন্ন তারিখে ই-মেইলের মাধ্যমে এ বিষয়ে অবগত করার পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। যার পরিপ্রেক্ষিতে সিএমএম আদালতে ইন্টিগ্রা করপোরেশনকে বিবাদী করে একটি ক্রিমিনাল মামলা দায়ের করা হয়। মামলায় ইন্টিগ্রা করপোরেশনকে আদালত সমন জারি করেন। কিন্তু তারপরও তারা আদালতে আসেননি। যার পরিপ্রেক্ষিতে আদালত আজ ইন্টিগ্রা করপোরেশনের চেয়ারম্যান আব্দুল বাকি ভূঁইয়া ও ম্যানেজিং ডিরেক্টর শামছুল হক তপুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

পাশাপাশি ওই ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জন্য ১ম যুগ্ম জেলা জজ আদালত, ঢাকায় একটি ভাড়াটিয়া উচ্ছেদ মোকদ্দমা দায়ের করা হয়েছে বলেও জানান এ আইনজীবী।

জেএ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।