আইনজীবীদের প্রধান বিচারপতি

আপনারা জুডিসিয়ারির অংশ, কো-অপারেট করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২১ এএম, ১০ এপ্রিল ২০২৩

আইনজীবীরা বিচার বিভাগ ও আদালতের অংশ। তাদের সাহায্য-সহযোগিতা ছাড়া বিচারিক কার্যক্রম স্বচ্ছন্দে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার (৯ এপ্রিল) ফরিদপুর আদালতের আমতলায় বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবী সমিতি ভবনে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জুডিসিয়ারির অংশ, আদালতের অংশ, আপনাদের সাহায্য-সহযোগিতা ছাড়া কোনোভাবেই আদালতের কাজকর্ম স্মুথলি রান করা সম্ভব না।

আরও পড়ুন: বাংলাদেশ কোনো খুনির দেশ নয় : প্রধান বিচারপতি

আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, যেহেতু আপনারা আদালতের অংশ, আপনাদের আদালতকে আপনারা কো-অপারেট করবেন। যাতে করে স্মুথলি বিচারিক কার্যক্রম সম্পাদন করা যায়।

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহিদ বেপারী। এসময় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এফএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।