জামিন পেলেন পত্রিকার ১২ হকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৬ মে ২০২৩
প্রতীকী ছবি

টাকা চুরি, মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় গ্রেফতার পত্রিকার ১২ হকারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৬ মে) তাদের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক বিএম রাজিবুল হাসান।

অন্যদিকে আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক ৫০০ টাকা মুচলেকায় তাদের প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া আসামিরা হলেন- সারোয়ার হোসেন, তৈয়ব হোসেন লাভলু, শফি উল্লাহ, শামীম হোসেন, হাফিজুর রহমান, জিয়া উদ্দিন বাবলু, আহসান উল্যাহ, আল আমিন, আব্বাস সিকদার, কাশেম শিকদার, আরিফুল ইসলাম তপু ও সেজান ইমরান পিয়াস।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা তিন লাখ ৫৪ হাজার টাকা নিয়ে যান। তারা ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন। আসামিদের কিল, ঘুসি, লাথি ও মারধরের ফলে অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী জখম হন। এছাড়া অফিস ভাঙচুরের ফলে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় সমিতির পরিচালক নুরের জামান বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়।

জেএ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।