স্ত্রীর যৌতুকের মামলায় আইনজীবী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২২ মে ২০২৩

চট্টগ্রামে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় শুভ ধর নামে এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল দেব এ আদেশ দেন। শুভ ধর জেলা আইনজীবী সমিতির সদস্য।

ওই আইনজীবীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা। তিনি বলেন, যৌতুকের মামলায় আইনজীবী শুভ ধর রোববার (২১ মে) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি শুভ ধরের সঙ্গে ওই নারীর হিন্দু শাস্ত্র মেনে বিয়ে হয়। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শুভ ধর তার বোনের বাসায় বসবাস করতেন।

ওই নারীর অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী, ননদ, ননদের স্বামী, শ্বশুর, শাশুড়ি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। এমনকি নিয়মিত পুত্রের ভরণপোষণও দেননি তারা। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী লিগ্যাল এইড এর সহযোগিতায় আদালতে মামলা করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করছেন লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট পপি বিশ্বাস।

এমডিআইএইচ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।