জাতির জনকের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা।
রোববার দুপুরে (২১ মে) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল), আজাহার উল্লাহ ভূইয়া এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারাসহ সুপ্রিম কোর্টের ও ঢাকা বারের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন এবং সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের নেতৃত্বে সংগঠনের নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। তার পর বিকেলে সুপ্রিমকোর্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এফএইচ/এমআইএইচএস/জিকেএস