মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির বিষয়ে আদেশ বুধবার
ম্যানেজিং কমিটি সংক্রান্ত জটিলতায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফৌজিয়া রাশেদী ও গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামানের বিষয়ে আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামীকাল বুধবার (২৪ মে) দিন ঠিক করা হয়েছে।
যদিও এর আগে রিটকারী আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ সাংবাদিকদের জানান, তাদের দুজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১ জুন তাদের সশরীরে উপস্থিত হয়ে উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এরপর আদালত তাকে ডেকে নিয়ে এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ঠিক করেন আদালত।
এ বিষয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, আজ তাদের তলবের পর আমাকে আবার ডেকে নিয়ে আদেশটি রিকল করার কথা বলেছেন আদালত। এ বিষয়ে আদেশের জন্য পুনরায় আগামীকাল দিন ঠিক করেছেন।
এদিকে রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার গোলাম সারওয়ার পায়েল জাগো নিউজকে বলেন, রিটকারী আইনজীবী গণমাধ্যমে কলেজের অধ্যক্ষ ফৌজিয়া রাশেদী ও গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামানের তলবের তথ্য দিয়েছেন। তবে এ বিষয়ে আদালত আদেশের জন্য বুধবার দিন ঠিক করেছেন।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (২৩ মে) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার গোলাম সারওয়ার পায়েল।
আরও পড়ুন: মতিঝিল আইডিয়ালের অধ্যক্ষকে হাইকোর্টে তলব
আদালত সূত্রে জানা যায়, আদালতের তলব আদেশের পর আইডিয়াল স্কুল কর্তৃপক্ষের একজন আইনজীবী এজলাসে উপস্থিত হয়ে আদালতকে বলেন, রিটকারীরা কিছু ভুল তথ্য দিয়েছেন। এ বিষয়ে আমাদের বক্তব্য আছে। আমরা এই মামলায় শুনানি করতে চাই। এসময় তলবের আদেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়। পরে আদালত আদেশ রিকল করেন এবং পুনরায় আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।
ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে (গভর্নিং বডির) নিয়ম বা রুল অনুযায়ী দুজন অবিভাবক সদস্য মনোনীত হয়ে থাকেন। তাদের মধ্যে কেউ কোনো একজন সদস্য মারা যাওয়ার পর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী (তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তি) ওই পদে (কোঅপ্ট) যুক্ত করার নিয়ম রয়েছে।
কিন্তু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে নির্বাচিত অভিভাবক সদস্য ছিলেন মরহুম জাহিদুল ইসলাম টিপু (মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা)। তার মৃত্যুতে শূন্য হওয়া অভিভাবক সদস্য হিসেবে আনিসুর রহমান তাকে তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হিসেবে যুক্ত (কোঅপ্ট) করার জন্য আবেদন করেন। কিন্তু সেই আবেদনে গ্রহণ না করায় আনিসুর রহমান হাইকোর্টে ২০২২ সালের ১০ নভেম্বর রিট আবেদন করেন।
ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত ১১ ডিসেম্বর আনিসুর রহমানকে ৩০ দিনের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। কিন্তু অনেক আগে আদালতের আদেশের ৩০ দিন পার হলেও আনিসুর রহমানকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়নি।
এরপর উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় ওই রিটটির শুনানিতে আদালতের আদেশ যথাযথভাবে পালন না করায় তার ব্যাখ্যা দিতে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফৌজিয়া রাশেদীকে তলব করেন হাইকোর্ট।
এফএইচ/বিএ/এএসএম