বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ শুরু
নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়নের জন্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সদস্য সংগ্রহ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের আইনজীবীদের কেন্দ্রীয় সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে (বার অ্যাসোসিয়েশন) বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল, সাবেক সম্পদক ব্যারিস্টার বশির আহমেদ, অ্যাডভোকেট শাহ মনজুরুল হক ও অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূইয়া প্রমুখ।
গত রোববার (২১ মে) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।
ওইদিন জানানো হয়, ২৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নের লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক সদস্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ১৫ দিন।
সদস্য সংগ্রহের বিষয়ে জেসমিন সুলতানা জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অফিসিয়ালি এ কাজের উদ্বোধন করেছেন পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন।
এফএইচ/এএএইচ/জিকেএস