২০৫ গ্রাম হেরোইন বহনের দায়ে কারবারির যাবজ্জীবন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৯ মে ২০২৩
প্রতীকী ছবি

রাজধানীর ভাষানটেক এলাকা থেকে ২০৫ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় করা মামলায় কাওছার মোল্লা (৩২) নামে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি কাওছার মোল্লাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

এদিন রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

কাওছার মোল্লা নরসিংদীর মাধবদী উপজেলার ভৈয়ম গ্রামের সুলতান মোল্লা ওরফে মফিজ উদ্দিন মোল্লার ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভাষানটেক থানাধীন ৩ নং ধামালকোট বাজার সংলগ্ন এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন অভিযোগ পেয়ে ২০১৮ সালের ২৬ জুন অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কাওছার মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ২০৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার বাজার মূল্য এক লাখ ৮১ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় ভাষানটেক থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম পরদিন মামলাটি দায়ের করেন।

এরপর পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৮ সালের ৫ জুন কাওছার মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ৬ জন আদালতে সাক্ষ্য দেন।

জেএ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।