বন্দরে অন্য প্রতিষ্ঠান শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ দিতে পারবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ০১ জুন ২০২৩
ফাইল ছবি

সমুদ্রবন্দর কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থা স্টিভিডর এবং শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ দিতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার (৩১ মে) হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান (এমএইচ) তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

আদালতে পায়রা বন্দর অথরিটির পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. বাবরুল আমিন ও পায়রা বন্দর কর্তৃপক্ষের লিগ্যাল অ্যাডভাইজর ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। চায়না পাওয়ার কোম্পানির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিয়া মো. কাওসার আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম মাসুদ রুমী ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফারুক হোসেন।

জানা যায়, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি জেঠি তৈরি করে, সেখানে নিয়ম অনুযায়ী পায়রা বন্দর কর্তৃপক্ষের তালিকাভুক্তদের থেকে স্টিভিডর এবং শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ করার কথা। কিন্তু তারা তা না করে ২০২১ সালের ১৩ অক্টোবর ২৪ প্রতিষ্ঠানকে স্টিভিডর এবং শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ দেয়। যা বন্দর সংক্রান্ত আইনের লঙ্ঘন। তাই ওই নিয়োগ চ্যালেঞ্জ করে পায়রা বন্দর কর্তৃপক্ষ ২০২২ সালের ৯ জানুয়ারি রিট করে।

ওই রিটের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি স্টিভিডর এবং শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের কার্যক্রম স্থগিত করে আদেশ দেন আদালত। ওই রুলের শুনানি নিয়ে আজ এই রায় দেওয়া হলো।

রায়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরম্যান্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) আপিল নং ৪৭/২০২০ এর রায় এবং বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের দেওয়া ২৪ প্রতিষ্ঠানকে স্টিভিডর এবং শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের আদেশ বাতিল করা হয়। ফলে যে কোনো সমুদ্র বন্দর কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান স্টিভিডর এবং শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ দিতে পারবে না।

এফএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।