তাপসের বক্তব্য বিষয়ে ব্যবস্থা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৪ জুন ২০২৩

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এমন বক্তব্য বিষয়ে ব্যবস্থা চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছে। এতে মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

রোববার (৪ জুন) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপিপন্থি আইনজীবীদের এডহক কমিটির পক্ষে অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল এ আবেদন করেন। এ বিষয়ে আপিল বিভাগের চেম্বারজজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: আমীর-উলের আওয়ামী লীগে আর জায়গা হবে না: দুলাল 

গত ২১ মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভায় মেয়র তাপস তার বক্তব্যের এক পর্যায়ে বলেন- ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’। ২৪ মে তাপসের এ বক্তব্য প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চের নজরে আনেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। এ নিয়ে গত ২৩ মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও আপিল বিভাগে তুলে ধরেন এ আইনজীবী।

এরপর গত ২৫ মে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে এম আমীর-উলকে ‘বাতিল মাল’ বলেও আখ্যায়িত করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল। আর কোনোদিন আওয়ামী লীগের আঙিনায় ব্যারিস্টার আমীর-উলের জায়গা হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: তাপসের বক্তব্য আপিল বিভাগের নজরে 

মেয়র তাপসের বক্তব্য সর্বোচ্চ আদালতের নজরে আনার পর ওইদিনই আপিল বিভাগ বিষয়টি দেখবেন বলে জানান। আদালতে তখন ব্যারিস্টার আমীর-উলের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন। এবার তাপসের বক্তব্য বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করা হলো।

এফএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।