তাফসির আউয়ালের বিদেশ যেতে বাধা নেই: হাইকোর্টের রায়

বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে বিদেশে যেতে অনুমতি না দেওয়াকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে তার বিদেশে যেতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।
রুল নিষ্পত্তি করে মঙ্গলবার (৬ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
আরও পড়ুন: মিন্টুপুত্র তাফসিরকে বিদেশযাত্রার অনুমতি দিতে রুল
আদালতে এদিন তাফসির আউয়ালের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, এর আগে তাফসির মোহাম্মদ আউয়ালকে কেন নির্বিঘ্নে বিদেশ যেতে ও দেশে ফিরে আসতে সুযোগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সাতদিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল। একই সঙ্গে রুলের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। এরই ধারাবাহিকতায় শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।
আরও পড়ুন: বিদেশ যেতে হাইকোর্টের দ্বারস্থ মিন্টুর ছেলে তাফসির
আইনজীবী জানান, চলতি বছর আদালতের নির্দেশে তাফসির মোহাম্মদ আউয়ালকে বিদেশ যেতে বাধা দেয় ইমিগ্রেশন বিভাগ। এই বাধা দেওয়াকে চ্যালেঞ্জ করে রিট করার পর এ আদেশ দিলেন হাইকোর্ট।
তাফসির আউয়াল জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্রের পাশাপাশি পড়াশোনা করেছেন যুক্তরাজ্যেও। ১ মার্চ সকালে তাকে যুক্তরাজ্যে যেতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এরপর তিনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে তাফসির আউয়াল বিদেশ যাওয়ার অনুমতি চান।
রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও তদন্ত টিমের প্রধান, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা জেলা প্রশাসক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি), পুলিশের উপ-মহাপরিদর্শক (ইমিগ্রেশন), বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইমিগ্রেশন) বিবাদী করা হয়।
এফএইচ/জেডএইচ/এএসএম