সুপ্রিম কোর্ট বার
সদস্য হতে সাক্ষাৎকার দিলেন ৩০৫৮ আইনজীবী
দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকাভুক্তির জন্য তিন হাজার ৫৮ জনের সাক্ষাৎ নেওয়া শেষ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।
তিনি বলেন, ২০২২ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগে অনুমতি প্রাপ্ত প্রায় তিন হাজার ৫৮ জন আইনজীবীর সাক্ষাৎকার গ্রহণ করতে সক্ষম হয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
শনিবার সাক্ষাৎকার গ্রহণ করেন বারের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এর আগে গত ২৭ মে প্রথম দিন ৩০০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ সাক্ষাৎকার শেষ হয়। কিন্তু তারপরেও যদি কোনো আইনজীবী বাদ থেকে থাকেন তার সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে।
এর আগে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য তালিকাভুক্তির জন্য সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ২৭ মে থেকে ১৯ জুলাই পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলালের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়। তারই ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- সমিতির সভাকক্ষে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় এবং সিরিয়াল অনুযায়ী সাক্ষাৎকার গ্রহণ করা হবে। অংশগ্রহণকারীদের মূল সার্টিফিকেটসহ যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়।
জানা গেছে, আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে তিন হাজার ৫৯ জন অ্যাডভোকেট কৃতকার্য হন।
বার কাউন্সিল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর লিখিত পরীক্ষা হয়। এতে দুই হাজার ৭২৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা। এতে নিয়মিত-অনিয়মিত (দ্বিতীয়বার অংশগ্রহণকারী) এবং অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট তিন হাজার ৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।

২০২২ সালের ২৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নিয়মিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা হয়। এরপর গত ৫, ৬, ৭ ও ৮ আগস্ট টানা চারদিন সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে মৌখিক পরীক্ষা দেন অনিয়মিত (দ্বিতীয়বার অংশগ্রহণকারী) এবং অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা।
এ সময় মৌখিক পরীক্ষায় নিয়মিত প্রার্থীদের মধ্যে যারা বন্যাকবলিত এলাকার বাসিন্দা এবং পবিত্র হজ পালনের কারণে অংশ নিতে পারেননি তাদেরও সুযোগ দেওয়া হয়।
নিয়মানুযায়ী হাইকোর্ট পারমিশনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হয়। তারই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণের জন্য সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
এফএইচ/এমএএইচ/জেআইএম