বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে পারবে ৭৫ শিক্ষার্থী
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ৫০ জনের পরিবর্তে ৭৫ জন ভর্তি হতে পারবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ১০০ জন শিক্ষার্থী ভর্তি করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
ডুয়াল সেমিস্টারভিত্তিক (১ বছরে দুই সেমিস্টার) শিক্ষা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি (ব্যাচেলর অব ল) প্রোগ্রাম এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি আসন সংখ্যা পুনরায় নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতি সেমিস্টারে ৭৫ জন করে বছরে দুই সেমিস্টারে ১৫০ জন আর সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বছরে ১০০ জন আইনের শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
আদালতের আদেশ অমান্য করে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতি সেমিস্টারে ৫০ এর অধিক আইনের ছাত্র ভর্তি করেছে সেসব বিশ্ববিদ্যালয়কে ভর্তি করা প্রতি ছাত্রের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা করে জরিমানা দিতে বলেছেন আদালত। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত এই আদেশ প্রযোজ্য হবে।
এর আগে আপিল বিভাগের দেওয়া রায় অনুযায়ী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতি সেমিস্টারে ৫০ জন করে বছরে দুই সেমিস্টারে ১০০ জন আইনের ছাত্র ভর্তি করতে পারত।
আজকের এই রিভিউ রায় ২০১৭ সালে দেওয়া আপিল বিভাগের রায় থেকেই কার্যকর হবে বলে বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী আহসানুল করিম।
আপিল বিভাগের দেওয়া এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বিচারপতির বেঞ্চ এ রায় দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।
আরও পড়ুন: আইনে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী নয়
এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না করতে নির্দেশনা জারি করে বাংলাদেশ বার কাউন্সিল। এ রায়ের ফলে বার কাউন্সিলের সিদ্ধান্ত প্রতিপালন করতে হবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। বার কাউন্সিলের পক্ষে ছিলেন এম. সাঈদ আহমেদ রাজা।
আইন বিভাগে নতুন করে শিক্ষার্থীর আসন সংখ্যা বাড়ানোর কথা বলা হলেও যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় আদালতের আদেশ অমান্য করে প্রতি সেমিস্টারে ৫০ এর অধিক আইনের ছাত্র ভর্তি করেছেন সেসব বিশ্ববিদ্যালয়কে ৫০ এর অধিক ভর্তি করা প্রতি ছত্রের জন্য ২৫ হাজার টাকা করে জরিমানা দিতে আজকের রিভিউ রায়ে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই জরিমানার টাকার ৮০ শতাংশ বার কাউন্সিলের রিলিফ ফান্ডে এবং ২০ শতাংশ সুপ্রিম কোর্টের ডে কেয়ার সেন্টারকে দিতে বলা হয়েছে।
এফএইচ/এমএইচআর/জিকেএস