করোনা আক্রান্ত চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু হাসপাতালে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলেই তাকে বাসায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন>> করোনার টিকা তৈরিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক: স্বাস্থ্যমন্ত্রী

এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগ) সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম আরিফ টিপু ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চিফ প্রসিকিউটরের কার্যালয়ের সিনিয়র প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা সম্পন্ন) সৈয়দা হায়দার আলীকে চিফ প্রসিকিউটর কার্যালয়ের (২০২২- ২০২৩) অর্থবছরের ক্লোজিং বিল- ভাউচারসমূহ চিফ প্রসিকিউটরের পক্ষে স্বাক্ষর করাসহ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হলো।

এর আগে ২০১৫ সালেও অসুস্থ হওয়ার পর চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে (২০১৫ সালের ১৮ আগস্ট) চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়।

এফএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।