ইইউ পার্লামেন্টে নিন্দা প্রস্তাব
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন-ইউএলএফের পাল্টাপাল্টি বিবৃতি

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবে অধিকার সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসিরুদ্দিন এলানের কারাদণ্ডের নিন্দা জানানো হয়েছে। এ প্রস্তাব বিষয়ে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সেই নিন্দার পাল্টা নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত ও অন্যান্য আইনজীবীদের সংগঠন ইউনাটেড ল’ইয়ারস ফ্রন্ট (ইউএলএফ)।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ইউএলএফ এক বিবৃতিতে ইউরোপিয়ান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির তীব্র নিন্দা জানায়।
ইউনাটেড ল’ইয়ারস ফ্রন্টের সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ মামুন মাহবুব গণমাধ্যমে এ বিবৃতি প্রেরণ করেন।
ইউনাটেড ল’ইয়ারস ফ্রন্টের কনভেনর সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এবং কো-কনভেনর সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী গণমাধ্যমে দেওয়া ওই যুক্ত বিবৃতিতে বলেন, ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত নিন্দা প্রস্তাব বিষয় অধস্তন আদালতে চাকরিরত জুডিসিয়াল অফিসাররা তাদের অ্যাসোসিয়েশনের নামে যে বিবৃতি প্রদান করেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
আরও পড়ুন: আদিলুর-এলানের কারাদণ্ড: সন্তুষ্ট নয় কোনো পক্ষই
‘মানবধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আদিলুর রহামন খান শুভ্র এবং তার সহকর্মী এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল যে ফরমায়েশি রায় ও সাজা দিয়েছে, তা মূলত একটি ফরমায়েশি এবং নাগরিদের কণ্ঠ রুদ্ধ করার জন্য আইনের অপব্যবহার করে একটি বিচারিক নির্যাতন।’
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, বিশ্ব সভ্যতা থেকে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। জাতিসংঘের সর্বজনীন মানবধিকার ঘোষণা এবং নাগরিকদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ে বিশ্বজনীন সনদগুলোতে বাংলাদেশ শুধু স্বাক্ষরই করেনি, পরবর্তী সময়ে তা রেটিফাইও করেছে। কাজেই অন্য দেশে আইনের শাসন না থাকলে বা নাগরিদের নূন্যতম মৌলিক অধিকার লঙ্ঘন হলে আমাদের যেমন উদ্বেগের কারণ ঘটে, সেরূপ আমাদের দেশেও নাগরিকদের মৌলিক অধিকার না থাকলে অন্য বন্ধু রাষ্ট্র বা পার্লামেন্ট তাদের উদ্বেগের বিষয়ে জানাতেই পারে। সমস্যার সমাধান না করে অস্বীকার করলে সমস্যার সমাধান হবে না।
এফএইচ/এমএইচআর/এএসএম