মিজানুর রহমান খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ স্থগিত চেয়ে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ স্থগিতের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

এ বিষয়ে রোববার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পদবঞ্চিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আলী হোসেন রিট আবেদন করেন। রিটে নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জাগোনিউজকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট সুত্র।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কলেজটির অধ্যক্ষ আনোয়ার হোসেন ফকির অবসরে যাওয়ায় উক্ত পদটি শূন্য হয়। কলেজটির অন্যান্য শিক্ষকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিতে লিখিতভাবে অপারগতা প্রকাশ করে সভাপতি নিগার সুরতানা ঝুমার নিকট লিখিত দাবি জানানোর পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শেখ নাজমা আক্তার লিজাকে নিয়োগ দেওয়া হয়।

পরিচালনা পর্ষদের মিটিং শেষে কলেজটির শিক্ষক শেখ নাজমা আক্তার লিজাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চূড়ান্ত অনুমোদন দেন নারী কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি এবং গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজের সহধর্মিনী নিগার সুলতানা ঝুমা।

জানানো হয়, পরিচালনা পর্ষদ সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে শেখ নাজমা আক্তার লিজাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করেন।

কিন্তু পরিচালনা পর্ষদ গত ১২ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাতেন আকন্দকে দায়িত্ব দেন।

আইনজীবী জানান, এর মধ্যে অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজাকে এলাকায় বিভিন্নভাবে হয়রানির চেষ্টা ও বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছেন তার বিরোধীরা।

জানা গেছে, নাজমা আক্তার লিজা কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা প্রয়াত মিজানুর রহমান খানের আত্মীয়।

আরও পড়ুন>> ব্যারিস্টার কায়সার কামালের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল)

এর আগে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষকে জানান, কলেজের জ্যৈষ্ঠতম পাঁচজন শিক্ষকের মধ্যে না থাকায় শেখ নাজমা আক্তারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে কলেজের উপাধ্যক্ষ অথবা জ্যেষ্ঠতম পাঁচজন শিক্ষকের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া ও আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়েছে।

কলেজের নিয়মিত অধ্যক্ষ গত ২৮ ফেব্রুয়ারি অবসরে যাওয়ায় পর পরিচালনা পর্ষদ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শেখ নাজমা আক্তারকে দায়িত্ব দেন। তিনি কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত মিজানুর রহমানের পুত্রবধূ। দায়িত্ব পেয়েই স্বামী আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খানকে নিয়ে কলেজের যাবতীয় কাজ শুরু করেন তিনি। কলেজের ক্রয় কমিটিকে উপেক্ষা করে স্বামীকে নিয়ে নিজেই নানা কেনাকাটা শুরু করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতার কারণে পরে পরিচালনা পর্ষদ গত ১২ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাতেন আকন্দকে দায়িত্ব দেন। গত ১০ দিন ধরে শেখ নাজমা আক্তার কলেজে অনুপস্থিত আছেন বলে জানা গেছে।

কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাতেন আকন্দ বলেন, অধ্যক্ষ কলেজে না আসায় শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, শিক্ষকদের বেতনও আটকে আছে, কলেজের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। পরে আমাকে পরিচালনা পর্ষদ দায়িত্ব দেয়। তবে কলেজের কেনাকাটার বিষয়ে সব ভারপ্রাপ্ত অধ্যক্ষই নিয়ন্ত্রণ করেছেন।

কেনাকাটার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের কিছুই অবহিত করেননি। তবে শুনেছি, বিভিন্ন ভুয়া বিল-ভাউচার দিয়ে কেনাকাটায় অনিয়ম করেছেন।

এ বিষয়ে জানতে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তারকে ফোন দিলে তার স্বামী আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খান ধরেন। তিনি বলেন, এ বিষয়গুলো নিয়ে আমরা আদালতে গিয়েছি।

আদালত জেলা প্রশাসককে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি অবগত নন। এ সংক্রান্ত কোনো চিঠিও তিনি পাননি।

কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নিগার সুলতানা ঝুমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরিচালনা পর্ষদের সদস্য আবুল হোসেন বলেন, আমাদের সভাপতি কলেজের উন্নয়ন ও লেখাপড়ার মান বৃদ্ধিতে খুবই আন্তরিক। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সবসময় অসহযোগিতা করে আসছিলেন। নানা অনিয়মের কারণে ও বিধি মোতাবেক না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরামর্শ মোতাবেক পরিচালনা পরিষদের সিদ্ধান্তে উপাধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

এফএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।