অ্যাটর্নি জেনারেল
খালেদাকে কারাগারে গিয়ে বিদেশে যাওয়ার আবেদন করতে হবে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে গিয়েই বিদেশ যাওয়ার আবেদন করতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। সোমবার (২৫ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্যে খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তাদের নতুন করে আবেদন করতে হবে। তখন আগের আদেশ বাতিল হয়ে যাবে। আদেশ বাতিল হয়ে গেলে তিনি (খালেদা জিয়া) বাইরে থাকতে পারবেন না।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল, তা নিষ্পত্তি হয়ে গেছে। তাকে (খালেদা জিয়া) পরিবার চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে চাইলে আরেকটি দরখাস্ত করতে হবে। নতুন দরখাস্ত করলে আগের আদেশটি প্রত্যাহার করতে হবে।
এর আগে আজ আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের বিদ্যমান অবস্থান থেকে সরকারের কিছু করার নেই।
আইনমন্ত্রীর বক্তব্য শুনেছেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন সাংবাদিকদের বলেন, ‘এরই মধ্যে তারা (খালেদা জিয়ার পরিবার) যে দরখাস্ত করেছিল, সেই দরখাস্ত নিষ্পত্তি করে তার (খালেদা জিয়া) সাজার স্থগিতের মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। এখন যদি তারা বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবেন, তাহলে তাদের আরেকটি দরখাস্ত করতে হবে। আর সেই দরখাস্ত যদি করা হয়, তাহলে আগের আদেশটি প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করে নতুন আদেশ জারি করতে হবে। সে ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা আছে। প্রত্যাহার হলে তিনিতো (খালেদা জিয়া) বাইরে থাকতে পারবেন না। নতুন দরখাস্ত করা হলে আগের নির্বাহী আদেশ বাতিলের কথা বলেছেন আইনমন্ত্রী। তাহলে তাকে আগের জায়গায় (কারাগার) ফিরে যেতে হবে, তারপর তারা দরখাস্ত করতে পারেন।’
বর্তমান অবস্থায় কোনোভাবে বিদেশে যাওয়ার সুযোগ আছে কি-এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইতিপূর্বে করা আবেদনটি নিষ্পত্তি হয়ে গেছে। এখন নতুন আবেদন হলে আগেরটি প্রত্যাহার করতে হবে না? উনি (খালেদা জিয়া) যে জায়গায় আছেন, সে অবস্থানে থেকে হবে না। নতুন আবেদন হলে নতুনভাবে বিবেচনা করতে হবে।’
নতুন করে আবেদন করলে তাকে (খালেদা জিয়া) কী আবার কারাগারে যেতে হবে-এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগেরটা প্রত্যাহার হয়ে গেলে, তার (খালেদা জিয়া) অবস্থানটা কী হবে? আগেরটা বাতিল করে নতুনটি করতে হবে। প্রত্যাহার হলে তার অবস্থানটা কোথায় হবে?’
এফএইচ/এমআইএইচএস/এমএস