জামায়াত নেতার মুক্তি চেয়ে ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ লঙ্ঘন করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার অভিযোগ তুলে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রামের সিনিয়র জেল সুপারসহ আটজনের নামে আদালত অবমাননার অভিযোগ আনতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে শাহজাহান চৌধুরীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট শাহাদৎ হোসেন এ লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে শাহজাহান চৌধুরীকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুসারে মুক্তি দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়েছে, ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার বিরুদ্ধে অন্য কোনো আমলযোগ্য অপরাধের মামলা না থাকলে তাকে গ্রেফতার না করার নির্দেশ দেন। আপিল বিভাগের ওই আদেশ গত ১৯ সেপ্টেম্বর কারাগারসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছায়। এরপর ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাকে মুক্তি না দিয়ে আটক রাখা হয়। ২৪ সেপ্টেম্বর হাটহাজারী থানার একটি মিথ্যা মামলায় আবারও তাকে গ্রেফতার দেখানো হয়। এরমাধ্যমে আপিল বিভাগের নির্দেশ লঙ্ঘন করে আদালত অবমাননা করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ নোটিশের তথ্য জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
নোটিশ প্রদানকারী আইনজীবী শাহাদৎ হোসেন, ইউসুফ আলী, জালাল উদ্দিন, এসএম শাহজাহান, মইন উদ্দিন ফারুকী, পারভেজ হোসেন সেখানে উপস্থিত ছিলেন।
এফএইচ/এমএইচআর/জেআইএম