অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২১ নভেম্বর ২০২৩

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ প্রতিনিধিদল। বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ ও বিচার বিভাগের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমনওয়েলথের চারজন প্রতিনিধি অংশ নেন।

বৈঠকের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনে জুডিসিয়ারি কি কি কাজ করে, কি কি সমস্যা হয়, আইনের কীভাবে প্রয়োগ হয়, ইসির কি ক্ষমতা আছে, পর্যবেক্ষকরা কোনো আইনে আসেন এসব তথ্য জানতে চেয়েছিলেন। আমি তাদের এসব বিষয়ে বলেছি। এ ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।

এফএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।