ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল থানার নাশকতার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তার সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মো. সোহেল সোরোয়ার।

আরও পড়ুন>> ছাত্রদলের সাবেক সভাপতি খোকনকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ

এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে হাতিরঝিল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেএ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।