প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪
শাহীন আহম্মেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ঢাকা-৩ আসনের তেগরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোছলেম রেজাকে লাঞ্ছিত করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহম্মেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই প্রিসাইডিং অফিসার কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হিসেবে কর্মরত।

রোববার (৭ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার বাদী হয়ে এই মামলাটি করেন। মামলা নং-৬। নির্বাচন আইন লঙ্ঘন করার অভিযোগে এ মামলা করা হয়।

ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান মামলা দায়েরের বিষয়ে নিশ্চিত করে বলেন, আজ আমাদের এক প্রিসাইডিং অফিসারকে উপজেলার চেয়ারম্যান শাহীন মারধর ও লাঞ্ছিত করেন। পরে বিষয়টি আমাদের নজরে এলে সংশ্লিষ্টের সঙ্গে কথা বলে তিনি মামলা করেন।

জেএ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।