শীতের শুরুতে কম্বল ধোয়ার টিপস

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১০ নভেম্বর ২০২৫

শীতের আগমনে কম্বল বেরিয়ে আসে আলমারি থেকে। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করায় এগুলোতে ধুলো জমতে পারে, অনেক সময় ভ্যাপসা গন্ধ কিংবা ছত্রাকও হতে পারে। তাই ব্যবহারের আগে পরিষ্কার করা জরুরি।

জেনে নিন কম্বল পরিষ্কার করার সহজ কিছু টিপস—

১. ট্যাগে লেখা নির্দেশনা পড়ুন
প্রতিটি কম্বলের আলাদা যত্নের নিয়ম থাকে। ধোয়ার আগে লেবেলে উল্লেখিত নির্দেশনা দেখে নিন—গরম পানি, ঠান্ডা পানি বা ড্রাই ওয়াশ কোনটি উপযুক্ত তা বুঝে নিন।

২. বড় বালতিতে ভিজিয়ে রাখুন
যদি মেশিনে না ধুতে চান, তাহলে বড় বালতিতে কুসুম গরম পানিতে মাইল্ড ডিটারজেন্ট মিশিয়ে এক থেকে দেড় ঘণ্টা ভিজিয়ে রাখুন। এতে ময়লা সহজে আলগা হয়ে যাবে।

শীতের শুরুতে কম্বল ধোয়ার টিপস

৩. হালকা হাতে ধুয়ে নিন
কম্বল কখনোই জোরে ঘষে ধোবেন না। এতে কাপড়ের ফাইবার নষ্ট হয়। নরম হাতে হালকা মুছে নিন বা মেশিনে ‘জেন্টল/ডেলিকেট মোড’ ব্যবহার করুন।

৪. ভালোভাবে ধুয়ে রোদে শুকান
ডিটারজেন্টের অবশিষ্ট অংশ থেকে যেন দুর্গন্ধ না হয়, তাই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর খোলা রোদে সম্পূর্ণ শুকিয়ে নিন। রোদ না থাকলে বাতাস চলাচল করে এমন জায়গায় শুকানো ভালো।

শীতের শুরুতে কম্বল ধোয়ার টিপস

৫. গন্ধ দূর করতে বেকিং সোডা ব্যবহার করুন
যদি কম্বলে পুরোনো গন্ধ লেগে থাকে, ধোয়ার সময় সামান্য বেকিং সোডা যোগ করুন। এতে দুর্গন্ধ ও ছত্রাকের সমস্যা দূর হবে।

৬. নিয়মিত যত্ন নিন
শীত শেষে কম্বল গুটিয়ে রাখার আগে সম্পূর্ণ শুকনো আছে কি না তা দেখে নিন। শুকনো জায়গায় মথবল বা ন্যাপথলিন দিয়ে রাখলে পোকামাকড় আসবে না।

পরিচ্ছন্ন ও সুগন্ধি কম্বল ঘুমের সময়কে আরও আরামদায়ক করে, সেই সঙ্গে পরিষ্কার কম্বল অ্যালার্জির হাত থেকেও রক্ষা করবে।

এএমপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।