সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন ট্রেন্ড ‘এয়ারপোর্ট ডিভোর্স’

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৪ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত

সময়ের সঙ্গে সম্পর্কের ধারণা যেমন পরিবর্তন হয়েছে, তেমনি পরিবর্তন হয়েছে মানুষে মানুষে সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গিও। এখন অনেকেই মনে করেন, দীর্ঘ সময় সম্পর্ককে সুন্দর ও স্থিতিশীল রাখতে কখনো কখনো সাময়িক বিরতিও জরুরি। এই ভাবনা থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে এক নতুন ট্রেন্ড-‘এয়ারপোর্ট ডিভোর্স’।

এয়ারপোর্ট শব্দটি শুনলেই মনে পড়ে ভ্রমণ, ব্যস্ততা আর নানা নাটকীয় মুহূর্তের কথা। কখনো প্রেম নিবেদন, কখনো বিদায়, আবার কোথাও অশ্রুসিক্ত পুনর্মিলন। তবে ‘এয়ারপোর্ট ডিভোর্স’ কোনো আইনগত বিচ্ছেদ নয়। এটি আসলে সম্পর্ক টিকিয়ে রাখার এক অভিনব উপায়,এমনটাই বলছেন এক ব্রিটিশ সাংবাদিক।

এয়ারপোর্ট ডিভোর্স মানে কী?
ব্রিটিশ লেখক হিউ অলিভার প্রথম এই শব্দটি ব্যবহার করেন। তার ভাষায়, এটি আসল বিচ্ছেদ নয় বরং সম্পর্ক বাঁচানোর এক বুদ্ধিদীপ্ত কৌশল। নিজের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘এয়ারপোর্ট ডিভোর্স’ মানে হলো,সিকিউরিটি চেক পার হওয়ার পর সাময়িকভাবে আলাদা থাকা, এবং পরে বিমানে গিয়ে আবার দেখা হওয়া। এতে একে অন্যের ছোটখাটো অভ্যাস বা আচরণে বিরক্ত হওয়ার সুযোগ কমে যায়, ফলে ভ্রমণ আনন্দদায়ক থাকে।

সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন ট্রেন্ড ‘এয়ারপোর্ট ডিভোর্স’

অলিভার জানান, তিনি ও তার বাগদত্তা দু’জনেই সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মানুষ। তার সঙ্গী পছন্দ করেন ধীরে ধীরে বিভিন্ন দোকান ঘুরে দেখা, আর তিনি পছন্দ করেন জানালার ধারে বসে বিমান দেখা। এ পার্থক্য থেকেই ছোটখাটো মনোমালিন্য তৈরি হতো। সেই বিরক্তি এড়াতেই জন্ম নেয় ‘এয়ারপোর্ট ডিভোর্স’-এর ধারণা।

কেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে
দ্য টাইমসে অলিভার ব্যাখ্যা করেন যে তার লেখা থেকেই ‘এয়ারপোর্ট ডিভোর্স’ ধারণাটি সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিশ্বজুড়ে বহু যুগল এই ট্রেন্ডে অংশ নিতে শুরু করেন। কেউ একে মজা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন ছুটির শুরুর চাপ কমাতে এবং সম্পর্ককে তিক্ততা থেকে বাঁচাতে এটি কার্যকর হতে পারে।

মার্কিন টেলিভিশন হোস্ট কেলি রিপা মজার ছলেই তার স্বামীর সঙ্গে ‘এয়ারপোর্ট ডিভোর্স’ করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর থেকেই এই ভাইরাল ট্রেন্ড ছোট-বড় বিভিন্ন বিমানবন্দরে চোখে পড়ছে। অনেকেই বলছেন, এই অভিজ্ঞতার সঙ্গে তারা নিজেদের মিল খুঁজে পান। কারণ বিমানবন্দর এমন একটি জায়গা, যা উত্তেজনাপূর্ণ হলেও একই সঙ্গে চাপের কেন্দ্রবিন্দু। ছোটখাট পার্থক্যই ঝগড়ার কারণ হয়ে ছুটির শুরুতেই মেজাজ খারাপ করে দিতে পারে।

সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন ট্রেন্ড ‘এয়ারপোর্ট ডিভোর্স’

তাই অনেক দম্পতি ‘এয়ারপোর্ট ডিভোর্স’ বেছে নিচ্ছেন- হাসিমুখে, পরস্পরের প্রতি কোন ক্ষোভ ছাড়াই সাময়িক দূরত্ব তৈরি করে নিচ্ছেন। কিছুটা সময় আলাদা থাকলে মন শান্ত থাকে, সমস্ত বিরক্তি দূর হয় এবং ভ্রমণের আনন্দও বাড়ে। আবার কিছুক্ষণ পরেই প্রিয়জনকে না-দেখার অভাব অনুভূত হয়। ফলে বিমানে ওঠার আগে যখন তারা আবার একত্রিত হন, তখন তিক্ততা কেটে গিয়ে আগের চেয়ে বেশি ইতিবাচক অনুভূতি নিয়েই যাত্রা শুরু করতে পারেন। এয়ারপোর্ট ডিভোর্সের দিকে ঝুঁকছেন অনেকেই।

তবে এই পদ্ধতি সবার জন্য কার্যকর নাও হতে পারে। বিশেষ করে যদি দম্পতির সঙ্গে সন্তান থাকে, তাহলে আলাদা হয়ে থাকার এই কৌশল বাস্তবে প্রয়োগ করা প্রায় অসম্ভব। তাই এয়ারপোর্ট ডিভোর্স কারো কাছে স্বস্তি আনলেও এটি সর্বজনীন সমাধান নয়।

সূত্র: সিএনএন, এনডিটিভি লাইফস্টাইল ও অন্যান্য

আরও পড়ুন
সঙ্গীর জন্মদিন ভুলে গেছেন? শেষ মুহূর্তে মন জয় করার উপায়
যে কারণে মানুষ সম্পর্কে জড়ায়

এসএকেওয়াই/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।