এ সময় ঘর থেকে পিঁপড়া তাড়াবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৮ জুলাই ২০২১

সবার ঘরেই কমবেশি পিঁপড়ার উৎপাত আছে নিশ্চয়ই! ঘরের কোথায় কোথায় মিষ্টি খাবার আছে, তা ঠিকই খুঁজে বের করে সারিবদ্ধভাবে পিঁপড়ার দল চলে যায় সেখানে। রান্নাঘর থেকে তো পিঁপড়ার দল সরতেই চায় না।

বিশেষ করে বর্ষার এ সময় ঘরে পিঁপড়ার চলাচল বেড়ে যায়। এর কারণ হলো বৃষ্টিতে মাটি ভেজা থাকে ও পানি জমে যায়। আর সে কারণেই গর্ত ছেড়ে বেরিয়ে পড়ে পিঁপড়ার দল।

ঘর থেকে পিঁপড়া তাড়ানোর জন্য অনেক সময় বাজারচলতি পিঁপড়ার ওষুধ ব্যবহার করা হয়। তাতেও লাভ হয় না। তাই পিঁপড়া তাড়ানোর জন্য বেছে নিন প্রাকৃতিক উপায়। জেনে নিন করণীয়-

jagonews24

>> বর্ষার এ সময় ঘরের মেঝে বেশিরভাগ সময়ই স্যাঁতস্যাঁতে থাকে। তাই ঘরের প্রতিটি কোণা পানিতে কীটনাশক লিকুইড মিশিয়ে দিনে দুইবার মুছুন।

>> খাবার যেন কোনোভাবেই মাটিতে পড়ে না থাকে। কারণ খাবারের একটা টুকরো মাটিতে পড়লেই সেখানে পিঁপড়া আসবে। খাবার মাটিতে পড়লেও তা তুলে ফেলুন।

jagonews24

>> সাদা ভিনেগার ব্যবহারে পিঁপড়া দ্রুত মরে যায়। এজন্য এক বোতলের অর্ধেক পানি ও অর্ধেক ভিনেগার মিশিয়ে ঘরের বিভিন্ন কোণায় স্প্রে করুন। পিঁপড়া ঘর থেকে দূরে পালাবে।

>> চিনি পিঁপড়ার সবচেয়ে পছন্দের খাবার। তাই চিনির কৌটার চারপাশে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে রাখুন। কারণ পিঁপড়া এই গন্ধ সহ্য করতে পারে না।

jagonews24

>> পিঁপড়া তাড়ানোর আরও এক ওষুধ হলো লবণ। কয়েক চামচ লবণ গরম পানিতে মিশিয়ে ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে নিন। এরপর বিভিন্ন জায়গাতে স্প্রে করুন। দেখবেন পিঁপড়া আর আসবে না।

>> চকের গুঁড়োও পিঁপড়া তাড়ানোর একটি প্রাকৃতিক ওষুধ। চকের গুঁড়ো পানিতে গুলিয়ে বাড়ির দেয়াল বা ঘরের বিভিন্ন কোণে ছড়িয়ে দিন। দেখবেন পিঁপড়া চলে যাবে।

>> পিঁপড়া গোলমরিচের গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘরের যে স্থানে বেশি পিঁপড়ার উৎপাত; সেখানে একটি গোলমরিচ গুঁড়ো রাখতে পারেন।

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।