টপ টেন মার্টে এক ছাদের নিচে ঈদের সব কেনাকাটা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৩ মার্চ ২০২৫

দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ডগুলো আসছে ঈদ ঘিরে বেশ রঙিন হয়ে উঠেছে। বৈচিত্র্যময় কালেকশনে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে তারা। তাদের ভিড়ে জনপ্রিয় ব্র্যান্ড টপ টেন মার্ট এই ঈদে নিয়ে এসেছে নতুন ও আধুনিক ডিজাইনের পোশাক এবং জুতার বিশাল সমাহার, যা স্টোর ও অনলাইনে পাওয়া যাচ্ছে।

টপ টেন মার্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন বলেন, ‘আমরা বরাবরই চেষ্টা করি নিয়মিত আমাদের প্রোডাক্টে নতুনত্ব আনতে। পণ্যের মানোন্নয়ন করার মধ্য দিয়ে ক্রেতাদের রুচি ও চাহিদার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি আমরা।’

পরিবারের সবাইকে নিয়ে একই ছাদের নিচে শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে ঝামেলাবিহীন ও আকর্ষণীয় মূল্যে ঈদের সব কেনাকাটা করা যাবে টপ টেন মার্টে। সব বয়সের নারী-পুরুষের জন্য দেশি-বিদেশি ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, কাবলি, শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, টপস, বোরকা ইত্যাদি পাওয়া যাবে এখানে।

টপ টেন মার্টে আরও রয়েছে বাহারি ও আকর্ষণীয় ডিজাইনের জুতার বিশাল কালেকশন, লেডিস ব্যাগ, পার্স, ট্রলি ব্যাগ, জায়নামাজ, টুপি, আতর। শিশুদের জন্য থাকছে শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, ফ্রক, পার্টি ড্রেস ইত্যাদি।

একই সাথে নিজের পছন্দমতো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, স্যুট ইত্যাদি বানিয়ে নেওয়ার জন্য বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় ও টেইলারিং সুবিধাও রয়েছে টপ টেনে।

বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক ও ওয়েব সাইটে-

ফেসবুক পেজ: টপ টেন
ওয়েবসাইট: টপ টেন

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।