শীতে সুন্দর রাখুন আপনার চুল
শরীরের অন্যান্য অংশের মত শীতের নির্মমতার হাত থেকে রেহাই পায় না আমার চুলও! রুক্ষতা আর শুষ্কতা মিলে চুলের অবস্থা হয়ে ওঠে করুণ! তাই শীতে চুলের যত্নের দিকে একটু বেশিই নজর দিতে হবে-
শুষ্ক চুলের জন্য
রোদে পুড়ে যাওয়া চুলের জন্য মধু অনেক উপকারী। ১-২ কাপ মধু, ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে মাসে ২-৩ বার চুলে লাগান। মধু এবং অলিভ অয়েল চুলের মোয়েশ্চার ধরে রাখতে সাহায্য করবে এবং ডিমের কুসুম চুলকে সূর্যের রশ্মি থেকে রক্ষা করবে।
তৈলাক্ত চুলের জন্য
১ কাপ শিকাকাই পাউডার, ১-২ কাপ মেথি গুঁড়া একসঙ্গে মিশিয়ে রেখে দিন। মাথায় ব্যবহারের সময় এই মিশ্রণ থেকে কিছুটা নিয়ে ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে চুলে লাগান এবং ১ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। নরমাল বা স্বাভাবিক চুলের জন্য ডিমের সাদা অংশ এবং কুসুম দুটোই ব্যবহার করুন, তৈলাক্ত চুলের জন্য সাদা অংশ এবং রুক্ষ চুলের জন্য ডিমের কুসুম ব্যবহার করুন।
খুশকি দূর জন্য
যাদের খুশকির সমস্যা অল্প তারা গাজর পেস্ট এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে সপ্তাহে একবার চুলে এ প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। যাদের লাগাতার খুশকির সমস্যা তারা মেথি দানা পেস্ট ২ চামচ এবং টক দই ৪ টেবিল চামচ একসঙ্গে মিশিয়ে চুলে লাগান এবং ১ ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন। এ প্যাকটি চুলে প্রতিদিন লাগাতে হবে। মেথিকে আগের রাতে ভিজিয়ে রাখতে হবে।