বসন্তের দুটি ছড়া

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

আলাউদ্দিন হোসেন

কোকিল ও বসন্ত

বিজ্ঞাপন

বসন্ত এলে কোকিল ডাকে
গাছের ডালে ডালে
বসন্ত এলে কোকিল পরে
নতুন প্রেমের জালে।

বসন্তজুড়ে কোকিল বাজায়
প্রাণখুলে তার বাঁশি
বাঁশির সুরে ভেসে আসে
বসন্ত ভালোবাসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাগল করা কোকিল মায়া
বসন্ত ভালোবাসে
গাছের ডালে নতুন কিশলয়
ইচ্ছেমতো হাসে।

****

রঙে ঢঙে বসন্ত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিমুল গাছের ডালে বসে
কোকিল বাজায় বাঁশি
রঙে ঢঙে বসন্ত বেলা
শিমুল ফুলে হাসি।

অশোক-পলাশ রঙে রঙিন
বসন্ত সারাবেলা
প্রেমের টানে ময়না টিয়া
ফুলে ফুলে খেলা।

কৃষ্ণচূড়ার আগুনঝরা
হৃদয় ছোয়া রং
প্রকৃতিজুড়ে বসন্ত মেলা
রং-বেরঙের ঢং।

বিজ্ঞাপন

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।