বসন্তের দুটি ছড়া

আলাউদ্দিন হোসেন
কোকিল ও বসন্ত
বসন্ত এলে কোকিল ডাকে
গাছের ডালে ডালে
বসন্ত এলে কোকিল পরে
নতুন প্রেমের জালে।
বসন্তজুড়ে কোকিল বাজায়
প্রাণখুলে তার বাঁশি
বাঁশির সুরে ভেসে আসে
বসন্ত ভালোবাসি।
পাগল করা কোকিল মায়া
বসন্ত ভালোবাসে
গাছের ডালে নতুন কিশলয়
ইচ্ছেমতো হাসে।
****
রঙে ঢঙে বসন্ত
শিমুল গাছের ডালে বসে
কোকিল বাজায় বাঁশি
রঙে ঢঙে বসন্ত বেলা
শিমুল ফুলে হাসি।
অশোক-পলাশ রঙে রঙিন
বসন্ত সারাবেলা
প্রেমের টানে ময়না টিয়া
ফুলে ফুলে খেলা।
কৃষ্ণচূড়ার আগুনঝরা
হৃদয় ছোয়া রং
প্রকৃতিজুড়ে বসন্ত মেলা
রং-বেরঙের ঢং।
এসইউ/এএসএম