গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে


প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

বর্তমানে সময় গণমাধ্যম নিয়ন্ত্রণ করার সময় নয়, গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজার রেখে কাজ করতে বলে মন্তব্য করেছেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনে জন্য অ্যাক্রিডিটেশন কার্ড ও সংসদ ভবনের পাস পেতে ভোগান্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর হোসেন বলেন, যারা এসব কার্ড পাওয়ার যোগ্য তারা ঠিকমতো কার্ড পাচ্ছেন না। কিন্তু এমন এমন প্রতিষ্ঠান আছে গণমাধ্যমের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নেই নানা কায়দায় তারা কার্ড নিয়ে নিচ্ছে। এ জায়গুলোতে আরও বেশি টাইট দিতে হবে। এর জন্য গণমাধ্যমকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এ বিষয়ে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেন বলেন, এখন সময় এসেছে সাধারণ কার্ডের পরিবতে স্মার্টকার্ড ইস্যু করা। আশাকরি খুব দ্রুত আমরা স্মার্ট অ্যাক্রিডিটেশন কার্ডের বিষয়ে ভালো খবর দিতে পারবো।

তথ্য অধিদফতর থেকে যেসব তথ্য প্রদান করা হয় সেগুলো আপডেট নয় এমন প্রশ্নের উত্তরে ইসতাক হোসেন বলেন, পিআইডি সেসব ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো ঠিকমতো আপডেট হয় না। তবে খুব শিগগির ই-ফাইলিং সিস্টেম চালু হচ্ছে। তথন আর এ সমস্যা থাকবে না বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

সভায় অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও সহজতর করতে খুব দ্রুত অনলাইনে ফরম পূরণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন প্রধান তথ্য অফিসার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) ফজলে রাব্বী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

এমইউএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।