সাগর-রুনির হত্যা : যৌথভাবে কর্মসূচি দেবে সাংবাদিক সংগঠনগুলো
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে আবারো যৌথভাবে কর্মসূচি দিতে যাচ্ছে সাংবাদিক সংগঠনগুলো। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
তিনি বলেন, ২২ ফেব্রুয়ারি সাংবাদিক সংগঠনগুলো একসঙ্গে বসে যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে। এ সময় অবিলম্বে সাগর-রুনির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।
শনিবার দুপুর ১২টা ১ মিনিটে নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় সমাবেশ। সেখানে উপস্থিত ছিলেন সাগর-রুনির একমাত্র সন্তান মাহিন সরওয়ার মেঘ।
সমাবেশ থেকে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ১১ মার্চ প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। এছাড়া প্রত্যেক মাসের ১১ তারিখ সাগর-রুনির জন্য পত্রিকাগুলোতে দুই ইঞ্চি দুই কলাম জায়গা বরাদ্দ এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচারের সময় দুই মিনিট ‘ব্ল্যাক আউট’ করার আবেদন জানানো হয়েছে।
সমাবেশে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য কুদ্দুস আফ্রাদ বলেন, আশঙ্কা করছি জীবনদশায় এ মামলার বিচার দেখতে পারবো কিনা। সাগর-রুনির হত্যাকাণ্ডের সময় যে সরকার ছিল এখনো সেই সরকারই আছে। জঙ্গি দমনে এ সরকারের সাফল্য ম্লান হয় যখন দেখি সাগর-রুনির বিচার হয় না। এ বিষয়ে আমরা উদ্বিগ্ন।
সমাবেশে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসেন, ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক সারোয়ার আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এআর/এএইচ/আরআইপি