ভৈরবে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ
ভৈরবে সাংবাদিক আলাল উদ্দিনের ওপর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজ সকালে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শহরের বাসস্ট্যান্ড দূর্জয় মোড়ে এই মানববন্ধের আয়োজন করে স্হানীয় সাংবাদিক সমাজ।
এসময় ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ পত্রিকার ভৈরব প্রতিনিধি আবদুল্লাহ আল মনসুর, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, এটিএর বাংলা টিভির ভৈরব প্রতিনিধি মো. তুহিন মোল্লা, স্থানীয় সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম ভৈরবী, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার সম্পাদক জাকির হোসেন কাজল, সাংবাদিক আলাল উদ্দিন ও আবদুল্লাল আল বাক্কী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক আলাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার বিচার দ্রুত করতে হবে। দোষী ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নতুবা সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে বিচারের দাবিতে সাংবাদিকদের পক্ষ থেকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমদ এর মাধ্যমে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় একটি র্যালি করে সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। পরে সাংবাদিকদের পক্ষ থেকে স্মারকলিপির একটি কপি ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমাকে দেয়া হয়।
স্মরকলিপির কপি বাংলাদেশ পুলিশের আইজি ও কিশোরগঞ্জের পুলিশ সুপারকেও ডাকযোগে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিক আলাল উদ্দিন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংবাদ সংগ্রহ করে বাসায় আসার সময় পথিমধ্য তার ওপর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় একটি মামলা হলেও তিনদিনেও কোনো আসামি গ্রেফতার হয়নি। এই ঘটনার প্রতিবাদে আজ মানববন্ধন ও স্মরকলিপি প্রদান করা হয়।
আসাদুজ্জামান ফারুক/এফএ/এমএস