ইটিভির তিন কর্মী আহত


প্রকাশিত: ০৫:১০ এএম, ১৬ নভেম্বর ২০১৪

বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) তিন কর্মী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এর হলেন- রিপোর্টার মোহাম্মদ আব্দুল হাকিম মোড়ল, ক্যামেরাম্যান আব্দুল রাজ্জাক ও গাড়িচালক দেলোয়ার হোসেন।

রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নাইট ডিউটিতে ছিলেন। জানা গেছে, ওই তিনজন মিরপুর থেকে কল্যাণপুর হয়ে কারওয়ান বাজারে অফিসে ফিরছিলেন। কলেজগেটে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছলে তাদের গাড়িকে একটি ট্রাক পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি উল্টে গেলে তিনজনই গুরুতর আহত হন।

প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তাকর্মীরা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। ঢামেক চিকিৎসক ডা. জাকির হোসেন জানিয়েছেন, দুর্ঘটনায় অন্যান্য কারো তেমন ক্ষতি না হলেও আব্দুল হাকিম মোড়লের তিনটি হাড় ভেঙে গেছে।

 

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।