নটর ডেমে ২০০৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৫ মার্চ ২০২৫
বন্ধুদের এ মিলনমেলা ছিল প্রাণবন্ত

২০০৫ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনীর ২০ বছর উদযাপন করার জন্য ব্যাচের সব বন্ধুকে নিয়ে ‘র‌্যাডিয়েন্ট রিইউনিয়ন’র আয়োজন করা হয়।

১৪ মার্চ ঢাকার নটর ডেম কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে প্রায় ২০ বছর পর বন্ধুরা নটর ডেম কলেজ ক্যাম্পাসে একসাথে ইফতার সম্পন্ন করেন। বন্ধুদের এ মিলনমেলা ছিল প্রাণবন্ত ও উদ্দীপনাপূর্ণ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কলেজের প্রয়াত শিক্ষক এবং ২০০৫ ব্যাচের যেসব বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছেন; তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া ইফতারের পাশাপাশি অসহায়, দুস্থ, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নটর ডেম কলেজ ঢাকার অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘সম্পর্কই সম্পদ’- প্রতিপাদ্যকে ভিত্তি করে বন্ধুত্বের বন্ধন আরও শক্তিশালী করা এবং মানবিক বন্ধনকে সামনে রেখে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আয়োজকরা জানান, নটর ডেম কলেজের ২০০৫ ব্যাচের সবাই মিলে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। তারা বিশ্বাস করেন একযোগে একসাথে চাইলেই সম্ভব।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।