চকলেটের প্যাকেটে বিশেষ কৌশলে ইয়াবা বহন, গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর কাকরাইলে চকলেটের প্যাকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।

গ্রেফতাররা হলেন আলী আহসান রনি (৩৫) ও মো. রাসেল শেখ (৩৮)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

এদিন কাকরাইলের এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি। এসময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ২৪ ইয়াবা জব্দ করা হয়।

ডিবি-উত্তরা বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-উত্তরা বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবাসহ কাকরাইলের এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম।অভিযানকালে মাদক কারবারি আলী আহসান রনি ও মো. রাসেল শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চকলেটের প্যাকেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ২৪ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতাররা এসব ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।