মেট্রো স্টেশনে যাত্রীর পকেট থেকে ২৫ হাজার ডলার চুরির অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৬ মার্চ ২০২৫
মতিঝিল মেট্রোরেল স্টেশন/ ছবি- সংগৃহীত

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনে মেজবা উদ্দিন নামের এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার চুরির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মেজবা উদ্দিন মেট্রোরেলে‌ মতিঝিল থেকে মিরপুর যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন।

এ বিষয়ে মেজবা উদ্দিনের বন্ধু মোশারফ হোসেন বলেন, মেজবা ডাচ্‌-বাংলা ব্যাংকে চাকরি করেন। তার বোন কানাডা প্রবাসী। মেজবার বোন বাংলাদেশে এসেছেন সম্প্রতি। তিনি আবার কানাডায় চলে যাবেন। সেজন্য আজ এসব কানাডিয়ান ডলার বোনের জন্য কেনেন মেজবা। পরে তিনি মিরপুর যেতে মতিঝিলের মেট্রোরেল স্টেশনে আসেন বিকেল সাড়ে ৪টার দিকে। এরই মধ্যে স্টেশন থেকে তার পকেট থেকে কে বা কারা ডলারগুলো নিয়ে যায়।

তিনি বলেন, পরে মেজবার কাছ থেকে এই খবর শুনে আমিও স্টেশনে ছুটে যাই। আমরা এখন স্টেশনের বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। কারা মেজবার পকেট থেকে ডলারগুলো চুরি করে নিয়ে গেছে সেটি বের করার চেষ্টা করছি।

এ বিষয়ে জানতে এমআরটি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়টি তিনি জানেন না। তবে বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছেন।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।