রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:১২ পিএম, ১৭ মার্চ ২০২৫
ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানার হাইকোর্ট মোড় এলাকায় ও ঢাকা মেডিকেলের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে পৃথক দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- দুখু মিয়া (৩০) ও অজ্ঞাত পুরুষ (৫০)।

সোমবার (১৭ মার্চ) সকাল সোয়া ১০টায় ও ১০টার দিকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুখু মিয়াকে নিয়ে আসা পথচারী রমজান আলী জানান, হাইকোর্ট এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

অন্যদিকে, ঢাকা মেডিকেলের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা ফুলমিয়া জানান, অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। পরে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কাছে নগদ ১ হাজার ৮০০ টাকা পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় ঢাকা মেডিকেল ও হাইকোর্ট মোড় এলাকা থেকে দুজনকে অচেতন অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।