চৈত্রের দুপুরে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৭ মার্চ ২০২৫

দেশের ১৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। বাতাসের জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। এর মাঝে চৈত্রের দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি স্বস্তি দিয়েছে জনজীবনে।

সোমবার (১৭ মার্চ) সকাল থেকে রোদ উঠলেও দুপুর ২টা থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে রাজধানীর আকাশ। দুপুর আড়াইটা থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বিকেল ৩টার পর থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ঝরতে থাকে।

চৈত্রের দুপুরে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

এদিক হঠাৎ বৃষ্টিতে স্বস্তি ফিরলেও ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর ফার্মগেট, কারওয়ানবাজার, বাড্ডা ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিকে সোমবার সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়, আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা/ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আরএএস/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।