হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ভোট চাই না: শহীদ মুগ্ধর বাবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৪ মার্চ ২০২৫

জুলাই আন্দোলনে গর্বিত শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেছেন, জুলাই-আগস্টের হত্যাকারীদের বিচার হওয়ার আগে নির্বাচন চান না। আমার মুগ্ধ জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে, ফ্যাসিবাদকে বিদায় করতে। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। এমন নির্বাচনের জন্য আমাদের সন্তানরা জীবন দেননি।’

রোববার (২৪ মার্চ) উত্তরার মুগ্ধ মঞ্চে বীরোচিত উত্তরায় জুলাই যোদ্ধা, আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমার ঢাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ আশরাফুল হক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আয়োজিত ইফতার মাহফিলে স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ জসিম উদ্দিনের মামা নাসির উদ্দীন, সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের গর্বিত বাবা মো. কবীর হোসেন, শহীদ নাঈমা সুলতানার গর্বিত মা আইনুন নাহার, শহীদ রবিউল ইসলামের চাচা আহম্মদ সাঈদ, শহীদ সামিউ আমান নুরের গর্বিত পিতা মো. আমান উল্লাহ, শহীদ মো. সানজিদ হোসেন মৃধার গর্বিত পিতা মো. কবির হোসেন মৃধা।

ইফতার মাহফিলে মীর মুগ্ধর বাবা বলেন, এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা এখনো সুচিকিৎসা পাননি। এর আগে কীসের নির্বাচন। আগে খুনিদের বিচার হতে হবে।

ইফতার মাহফিলে গুরুতর আহত ও আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান রেজা, ইকবাল হাসান, সাগর হাওলাদার, রবিন চৌধুরী, তানজিল রেজোয়ান, ওমর ইমু, মেহেদী আব্দুল্লাহ শাফি, শহীদ মোহাম্মদ আকাশ ব্যাপারির মেয়ে কণা আক্তার, শহীদ তাজুল ইসলামের মেয়ে জামাই মামুন।

গুরুতর আহত শাহ মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলী, তোজাম্মেল হক সোহাগ, ইখতিয়ার উদ্দিন সরকার, হাফেজ মাওলানা আমিনুল হক, গুলিবিদ্ধ মো. আল-আমিন, এসএম আরিফুল ইসলাম, মো. আলী আকবর, তুষার প্রামানিক, একেএম ওবায়দুল হক, শাহরিয়ার মান্নান আরিফ, শহীদ ফরহাদ মিয়ার ছেলে সামিদ, শহীদ মনির হোসেনের বড় বোন সানজীদা, শহীদ আব্দুন নুরের গর্বিত পিতা আবুল বাসার, শহীদ জসিম উদ্দিনের বড় ভাই নুরুল ইসলাম, শহীদ জাহিদুজ্জামান তানভীনের গর্বিত মা বিলকিছ জামাল, শহীদ আকাশ ব্যাপারীর পিতা আজিজ ব্যাপারী, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবু মুসা, ছাত্রনেতা মাহমুদ।

শুভেচ্ছা বক্তব্য দেন আমার ঢাকা ফাউন্ডেশনের সদস্য সচিব বারবার গুম হওয়া অধ্যাপক মো. কবীর উদ্দিন মিঠু। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। এছাড়া সংগঠক শাহিদুর রহমান মোল্লা, কামরুল আহসান, আব্দুল্লাহ রেজা, আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। মাহফিলে অর্ধশত শহীদ পরিবারের সদস্য, প্রায় এক হাজার আহত, পঙ্গু এবং জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।

এএএম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।